পরিষেবার শর্তাবলী
পরিচিতি
এই শর্তাবলী Smart China Hub কর্তৃক প্রদত্ত সব সেবা, কনটেন্ট এবং পেমেন্ট সম্পর্কিত সকল ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য।
ব্যবহার বিধি
- সত্য ও সঠিক তথ্য প্রদান করবেন
- সাইটের নিরাপত্তা ও নীতিমালা সম্মান করবেন
- প্রযোজ্য আইন ও বিধি মেনে চলবেন
পেমেন্ট ও লেনদেন
সব পেমেন্ট SSLCommerz বা সমমানের নিরাপদ গেটওয়ের মাধ্যমে সম্পন্ন হয়। পেমেন্ট সফল হলে সংশ্লিষ্ট সেবা/রেজিস্ট্রেশন নিশ্চিত করা হয়।
তৃতীয় পক্ষের দায়
তৃতীয় পক্ষের বিজ্ঞাপন আমাদের প্ল্যাটফর্মে অনুমোদিত নয়। কোনো তৃতীয় পক্ষের সাথে গ্রাহকের তথ্য শেয়ার করলে তার পূর্ণ দায়ভার মার্চেন্টের।
বৌদ্ধিক সম্পত্তি
সাইটের কনটেন্ট, লোগো ও উপকরণ Smart China Hub-এর সম্পত্তি। অনুমতি ছাড়া ব্যবহারযোগ্য নয়।
নীতিমালা পরিবর্তন
আমরা প্রয়োজনে এই শর্তাবলী আপডেট করতে পারি। আপডেট প্রকাশের পর থেকে তা কার্যকর হবে।